জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সঙ্গে গ্রাইপাস গ্রুপের প্রধান নির্বাহী নাজমুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
সোমবার ( ৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে এ সৌজন্য সাক্ষাৎ করেন গ্রাইপাস গ্রুপের প্রতিনিধি দল। সাক্ষাৎকালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘আনন্দশালা’র উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন তারা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সুযোগ ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী নাজমুল হাসান। প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘আনন্দশালা’ পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল খান রতন, গ্রাইপাস গ্রুপের ডেভলপমেন্ট পরিচালক পিটার স্কলপ্যারিস, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাংলা বিভাগের অধ্যাপক ড. পৃথ্বিলা নাজনীন নীলিমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফী, সিনেট সদস্য এবং সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য অধ্যাপক ড. আলমগীর কবীর, সিনেট সদস্য সোহেল পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।