• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৩:৫০ পিএম
রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ২০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ২০ নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে রেজিস্ট্রেশনের সব কাজ শেষ করতে কলেজগুলোকে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে না পারলে পরবর্তী জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা বোর্ডসমূহের আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে একাদশের ওয়েবসাইটের (http://xiclassadmission.gov.bd/) কলেজ লগইন প্যানেলে ঢুকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্যানেলে লগইন করতে হবে।

উল্লেখ্য, অনলাইনে আবেদন ও ভর্তি শেষে গত ৮ অক্টোবর থেকে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়। এ বছর প্রায় ১৩ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে।

 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!