• ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২, ২৫ মুহররম ১৪৪৬

সোহান-সুইটের নেতৃত্বে ইবি ছাত্র ইউনিয়ন


ইবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ১১:৩০ এএম
সোহান-সুইটের নেতৃত্বে ইবি ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ১৭তম কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাংলা বিভাগের মাস্টার্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমানুল সোহান সভাপতি ও ফোকলোর স্টাডিজ বিভাগের মাস্টার্সের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুখলেসুর রহমান সুইট সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‘শিক্ষাঙ্গনে স্বৈরাচার রুখে দাও’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অতিথি কক্ষে সংগঠনটির ১৭তম কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু। এছাড়াও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মাহমুদুল হাসান ও মেহেদী রাফি, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও উদয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান আনাস, কোষাধ্যক্ষ নূর আলম, দপ্তর সম্পাদক আহসান হাবিব রানা, শিক্ষা ও সাংগঠনিক সম্পাদক আহমাদ গালিম, বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিভাগীয় সম্পাদক সাদীয়া মাহমুদ মীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজেদুল ইসলাম উজ্জ্বল, সাংস্কৃতিক সম্পাদক সুমন শেখ, ক্রীড়া সম্পাদক আসিফুর রহমান এবং সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইমন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জি কে সাদিক, আজিজুল হক পিয়াস, মনির হোসেন ও মামুন।

নবনির্বাচিত সভাপতি ইমানুল সোহান বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এ কমিটি সর্বদা সোচ্চার থাকবে। সাংস্কৃতিক গণজাগরণ ও মুক্ত বুদ্ধির চর্চার গতি আনয়ন এ কমিটির মূল লক্ষ্য।”

Link copied!