• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

ইবি ‘শাপলা ফোরাম’ নির্বাচনের ফল ঘোষণা


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ১২:৩৫ পিএম
ইবি ‘শাপলা ফোরাম’ নির্বাচনের ফল ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২-এর ফল ঘোষণা করা হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত ৮টায় ফল ঘোষণা করেন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আহ্বায়ক অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।

প্রত্যেকে মোট ৩০ জন প্রার্থীর মধ্য থেকে ১৫ জনকে ভোট দেন। এতে সর্বোচ্চ ১৬২টি ভোট পেয়ে প্রথম হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান।

১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যরা হলেন অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান (১৪৪), অধ্যাপক ড. মাহবুবুল আরফিন (১৩৪), অধ্যাপক ইব্রাহিম আব্দুল্লাহ (১৩১), ড. এম আনিছুর রহমান (১২১), সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ (১১৯), অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন (১১৭), সহযোগী অধ্যাপক ড. সাদেক আলী (১১৭), অধ্যাপক ড. শেলীনা নাসরীন (১১৭), সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন (১১৭),  অধ্যাপক ড. রবিউল হোসেন (১১৬), অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার (১১৬), সহযোগী অধ্যাপক ড. হোসাইন মো. ফারুকী (১১৫), অধ্যাপক ড. মাহবুবর রহমান (১১৪) এবং অধ্যাপক ড. আতিকুর রহমান (১১৪)।

নির্বাচিত সদস্যদের পরামর্শের ভিত্তিতে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সম্পূর্ণ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হবে।

ভোট গ্রহণ বিষয়ে অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, “ভালো ভোট হয়েছে, কমিশন হিসেবে এটা আমাদের সার্থকতা। ভোট গ্রহণ, গণনা এবং ফলাফল সম্পর্কে এখনো কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি।”

Link copied!