• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

দিনাজপুর বোর্ডে পাশের হার কমেছে


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ০৩:৫৮ পিএম
দিনাজপুর বোর্ডে পাশের হার কমেছে

সারা দেশের নেয় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে গত বছরের তুলনায় এ বছর শিক্ষার্থী পাশের কমেছে ১৩ দশমিক ৬৪ শতাংশ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর শিক্ষা বোর্ডের অধিনে পাশের হার ৮১ দশমিক ১৬ শতাংশ। গত বছর ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন।

এতে বলা হয়, ২০২২ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৭৬ হাজার ৮৪৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৭৪ হাজার ৫৭৭ জন। এর মধ্যে পাশ করেছে এক লাখ ৪১ হাজার ৬৮২ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা ৮৬ হাজার ৩৭২ জন এবং ছাত্র ৮৮ হাজার ২০৫ জন। এবারের এসএসসি পরীক্ষায় ছাত্রীর পাশের হার ৮১ দশমিক ৫৫ শতাংশ এবং ছাত্র পাশের সংখ্যা ৮০ দশমিক ৭৭ শতাংশ। শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী সংখ্যা ১৩ হাজার ৩৬৮ জন এবং ছাত্র সংখ্যা ১২ হাজার ২১৮ জন।

Link copied!