• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাবিতে রাতভর অনুষ্ঠানে নিষেধাজ্ঞা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৯:২৪ এএম
জাবিতে রাতভর অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ বজায় রাখার স্বার্থে রাতভর অনুষ্ঠান পালনে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।

সোমবার (৯ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে আয়োজিত সব ধরনের অনুষ্ঠান রাত ১০টার মধ্যে সম্পন্নের নির্দেশ দেওয়া হয়। গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অফিস আদেশে জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, শীতকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অ্যালামনাই ও সাবেক-বর্তমান বিভিন্ন ব্যাচের রিইউনিয়নের অনুষ্ঠানগুলো প্রায় মধ্যরাত পর্যন্ত মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। এতে একাডেমিক ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে ক্যাম্পাসে অপরাধমূলক কাজে শিক্ষার্থীরা জড়িয়ে পড়েন এবং অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি হয়। এই পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের জন্য তিনটি নির্দেশনা উল্লেখ করা হয়। এগুলো হলো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান প্রতি তিন বছরে একবার আয়োজন করা যাবে, বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ব্যাচগুলোর বর্ষপূর্তি কিংবা রিইউনিয়নের অনুষ্ঠান করা যাবে না এবং রাত ১০টার পর কোনো অনুষ্ঠান করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি উক্ত সংগঠনকে কালো তালিকাভুক্ত করে ভবিষ্যতে কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হবে না।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ বলেন, শিক্ষা ও গবেষণার জন্য শিক্ষার্থীরা প্রায় সারাদিনই বিশ্ববিদ্যালয়ে থাকেন। রাতে তাদের পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন। সেই আলোকে ও বিভিন্ন প্রেক্ষাপট মিলিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসন এই কাজ বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে। পাশাপাশি এটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

Link copied!