• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান আশরাফুল আলম


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৬:৪৬ পিএম
জবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান আশরাফুল আলম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলমকে নিযুক্ত করা হয়েছে। তিনি সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীরের স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তার সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর ব্যক্তিগত কারণে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(৩) ধারা অনুযায়ী উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলমকে পরবর্তী তিন বছরের জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ ২৭ সেপ্টেম্বর হতে কার্যকর হবে।

দায়িত্ব পাওয়ার পর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে এ দায়িত্ব আমাকে দিয়েছে। আমি চেষ্টা করব আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে। আমি আমার বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই। তারা যেন তাদের কর্মক্ষেত্রের সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে সে ব্যবস্থা করব।”

সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলম দক্ষিণ কোরিয়ার চোনাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কমিউনিকেশনে তার ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেন। তিনি আমেরিকার অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি (এএসইউ), ইউএসএ-এর ওয়াল্টার ক্রোনকিট স্কুল অফ জার্নালিজম এন্ড মেশ কমিউনিকেশন-এ সাংবাদিকতা, প্রযুক্তি ও গণতন্ত্র বিভাগে লেখাপড়া করেছেন।

২০২২ স্কলারস প্রোগ্রাম অফ স্টাডিজ অফ ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউটস (সুসি)-এর অধীনে।  তিনি নরওয়ের সরকার কর্তৃক প্রদত্ত ইন্টারন্যাশনাল সামার স্কুল (আইএসএস) স্কলারশিপের অধীনে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয় থেকে ‘মিডিয়া স্টাডিজ’-এর ওপর মাস্টার্স প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

এর আগে, তিনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় চার বছরের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ২০০৯ সাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগদান করেন। শিক্ষকতায় জড়িত হওয়ার আগে, তিনি বিভিন্ন মিডিয়া আউটলেটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছিলেন।

Link copied!