সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে শিক্ষক বদলি আবেদন আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাকির হোসেন এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম খান বলেন, “অক্টোবরেও কিছু জায়গায় আমাদের ভাইভা (মৌখিক পরীক্ষা) আছে। ওই মাসে হয়তো চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না।”
ওই সচিব আরও বলেন, “নভেম্বরের প্রথম সপ্তাহে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা যাবে।”





































