জাবিতে সাংবাদিক নির্যাতন, বিজেএসসির নিন্দা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২২, ০২:৩৯ পিএম
জাবিতে সাংবাদিক নির্যাতন, বিজেএসসির নিন্দা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের গেস্টরুমে মধ্যরাতে এক সংবাদকর্মীকে নির্যাতনের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)।

বৃহস্পতিবার (৪ আগস্ট)সংগঠনটির দপ্তর সম্পাদক নাঈম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি হেদায়েতুল ইসলাম বলেন, “একজন সাংবাদিকের সঙ্গে গেস্টরুমে মারধরের মতো ঘটনা ঘটলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সাংবাদিকদের সঙ্গে মারধরের ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের পাঁয়তারা, যা কোনোভাবেই কাম্য নয়।”

বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক তাওসিফ আব্দুল্লাহ বলেন, “শুধু সাংবাদিক নয়, কোনো শিক্ষার্থীর সঙ্গেই গেস্টরুমে মারধর কিংবা মোবাইল তল্লাশির ঘটনা ন্যক্কারজনক। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে তা ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করবে। বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনায় সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। পাশাপাশি কাদের ইন্ধনে এ ঘটনা ঘটেছে তাদেরও খুঁজে বের করার দাবি জানাচ্ছি।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!