চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ক্ষোভ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ১০:৩৪ এএম
চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় ৩৭৬ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

এদিকে ঘোষিত কমিটিতে পদবাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শাখা ছাত্রলীগের একটি পক্ষ। রোববার রাত সাড়ে ১১টা পর্যন্ত এ বিক্ষোভ চলে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দেন। এর আগে ২০১৯ সালে ১৪ জুলাই রেজাউল হককে সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর মূল ফটকে অবস্থান নিয়ে শতাধিক নেতা–কর্মী বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভে অংশ নেওয়া শাখা ছাত্রলীগের সহসভাপতি শায়ন দাশ গুপ্ত জানান, টাকার বিনিময়ে এ কমিটিতে বাইরের অনেকেই পদ পেয়েছেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!