• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

অক্টোবরে ঢাবিতে গবেষণা-প্রকাশনা মেলা


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৬:১৬ পিএম
অক্টোবরে ঢাবিতে গবেষণা-প্রকাশনা মেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে অক্টোবরে ‘গবেষণা-প্রকাশনা মেলা’ অনুষ্ঠিত হবে।

বুধবার (২১ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হবে।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।

সভায় গবেষণা-প্রকাশনা মেলার সার্বিক অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা হয়। মেলার সমাপনী অনুষ্ঠানে ঢাবির শতবর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষদ থেকে প্রকাশিত জার্নালগুলো থেকে শ্রেষ্ঠ জার্নালকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া মেলায় প্রদর্শিত শ্রেষ্ঠ পোস্টার এবং  আয়োজিত রচনা ও কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।

বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, সংস্থা, বিশেষজ্ঞ, ঢাবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের এই মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। গবেষণা প্রকাশনা মেলা উপলক্ষে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউট নিজ নিজ গবেষণা কর্মকাণ্ড ও পরিচিতি তুলে ধরে আলাদা আলাদা ‘ব্রোসিউর’ প্রকাশ করবে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!