মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জামালপুর পৌরসভার আয়োজনে ৪০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তাদের সম্মানসূচক উত্তোরীয় পড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে জামালপুর পৌরসভা মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেইসব বীরদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে কয়েকজন সদস্য মুক্তিযুদ্ধকালীন তাদের দুঃসাহসিক অভিযানের স্মৃতিচারণা করেন। এরপর একে একে জামালপুর পৌরসভার ৪০ জন বীর মুক্তিযোদ্ধা সম্মাননা জানানো হয়েছে।
সভায় জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএসএম মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান হিরু, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহফুজুল আলম মুক্তা, সাধারণ সম্পাদক আল আমিন, শহর শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান জীবন প্রমুখ।
মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, “আমি গর্ববোধ করি আমরা বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাতে পেরেছি। তাদের যে অবদান, ত্যাগ ও দেশের প্রতি দায়বোধ তার সামনে আমাদের এই সম্মাননা খুবই ছোট। এটা কেবল আমাদের একটা তৃপ্তি দিয়েছে। মহান এসব মানুষের সান্নিধ্যে থাকতে পেরে আমরা আনন্দিত।”
সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিলর মো. ফজলুল হক আকন্দ।