• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

২৫ কেজি গাঁজা জব্দ, মাদকব্যবসায়ী আটক


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ১১:৫৬ এএম
২৫ কেজি গাঁজা জব্দ, মাদকব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা জব্দ এবং এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১২মার্চ) রাতে এ অভিযান পারিচালনা করে র‌্যাব-১৪ এর আভিযানিক দল।

আটক মাদক ব্যবসায়ীর নাম মো. ইমন (৩৫)। তিনি নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং মৃত এনায়েতুর রহমানের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। পরে মাদকব্যবসায়ী ইমনের ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি তাল্লাশি করে ২৫ কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। গাড়িটির বডির নিচে বিশেষ কায়দায় টিন দিয়ে তৈরি করা বক্সের মধ্যে ১১টি বান্ডিলে খাকি রংয়ের কস্টেপ দিয়ে মোড়ানো ছিল গাঁজা। ইমন দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে স্বীকার করেন। 
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!