• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

২ লাখ ২৪ হাজার টাকায় বিক্রি ভোল


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৮:৫৫ পিএম
২ লাখ ২৪ হাজার টাকায় বিক্রি ভোল

এক মাছ বিক্রি হলো ২ লাখ ২৪ হাজার টাকায়! দাম শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ারই খবর। মাছটির নাম ভোল। বুধবার (৩ মার্চ) দুবলারচরে শুকুর মীরের জালে বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়েছে। মাছটির ওজন মাত্র ৩২ কেজি।

দুবলারচরের আলোরকোলের জেলে পল্লীতে মাছটি নিয়ে আসলে সাত হাজার টাকা কেজি দরে মোট ২ লাখ ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেন চট্টগ্রামের এক মাছব্যবসায়ী।

জেলেপল্লী দুবলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, শুকুর মীর সকালে সাগরে মাছ ধরার জন্য জাল ফেলেন। পরে জাল টেনে দেখা যায় জালে একটি ভোল মাছ আটকা পড়েছে। বিকেলে আলোরকোলের ডিপোতে মাছটি নিয়ে যান শুকুর। পরে ৩২ কেজি ওজনের ভোল মাছটি চট্টগ্রামের এক মৎস্য ব্যবসায়ী ২ লাখ ২৪ হাজার টাকায় কিনে নিয়ে যান।

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে কর্মরত ডা. শেখ বদিউজ্জামান রাসেন বলেন, “ভোল মাছের ফুসফুস দিয়ে মেডিক্যাল সার্জিক্যালের সুতা তৈরি করা হয়, এজন্য এ মাছ খুব দামি।”
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!