• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দুই প্রতিষ্ঠানকে জরিমানা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৬:৫২ পিএম
দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা এ জরিমানা আরোপ করেন।

সোহেল চাকমা বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মাস্টার ড্রাগ হাউজকে ৫ হাজার টাকা এবং মুক্তা স্টোর নামে একটি মুদিদোকানি ক্রয়মূল্যের অতিরিক্ত বেশি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অন্য প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট আইন মেনে চলার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। 

অভিযানে সহায়তা করেন ঘোপাল পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশের একটি দল।

Link copied!