• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

হাইশুর বৃদ্ধাশ্রমে পিঠা উৎসব


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০৯:২৯ পিএম
হাইশুর বৃদ্ধাশ্রমে পিঠা উৎসব

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইশুর বৃদ্ধাশ্রমে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক পিঠা উৎসব।

শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টায় পিঠা উৎসবের আয়োজন করে বিশ্ব মানব সেবা সংঘ। এ আয়োজনে ছিল কুলি পিঠা, চন্দ্রপুলি, পাটিসাপ্টা পিঠাসহ বাহারি স্বাদের ও নামের পিঠা।

বৃদ্ধাশ্রমে আশ্রিত ৩৮ জনসহ আশপাশের অর্ধশতাধিক মানুষের জন্য এ উৎসবের আয়োজন করা হয়। পিঠা খেতে পেরে খুশি বৃদ্ধ বাবা-মা। তারা আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম।

পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃদ্ধাশ্রমে আশ্রিতদের মধ্যে নতুন জামা, লুঙ্গি, শাড়ি, কম্বল, চাল, কেক, জুসসহ নানা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস, ডা. প্রহল্লাদ চন্দ্র বিশ্বাস, সাবেক ফুটবল খেলোয়াড় আব্দুল মান্নান মানি, বিজয় বিশ্বাস, বিজু বিশ্বাস ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

Link copied!