• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

হঠাৎ স্থগিত সিলেট জেলা বিএনপির সম্মেলন


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৩:১৩ পিএম
হঠাৎ স্থগিত সিলেট জেলা বিএনপির সম্মেলন

সোমবার (২১ মার্চ) অনুষ্ঠিতব্য সিলেট জেলা বিএনপির সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। রোববার (২০ মার্চ) দুপুরে সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আলী আহমদ জানান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সাখাওয়াত হোসেন জীবন জানিয়েছেন, নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে ভোটারদের তালিকা প্রকাশ না করায় সম্মেলন স্থগিত করা হয়েছে।

সম্মেলন উপলক্ষে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে ভোটার তালিকা প্রকাশ করার কথা। কিন্তু তা প্রকাশ করা হয় সম্মেলনের দুইদিন আগে, অর্থাৎ শনিবার (১৯ মার্চ)।

সম্মেলনে জেলার আহ্বায়ক কমিটির সদস্যরা ছাড়াও জেলার ১৩টি উপজেলা ও পাঁচটি পৌর কমিটির মোট ১ হাজার ৮১৮ জন কাউন্সিলর ভোটার অংশ নেয়ার কথা ছিল।

এদিকে সিলেট জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে সব ধরণের প্রস্তুতিও শেষ পর্যায়ে ছিল। অতিথিদের বসার মঞ্চ, সাজ-সজ্জা, প্যান্ডেল, ফটকসহ অন্যান্য প্রস্তুতিও প্রায় শেষ হয়েছে।

কাউন্সিলে তিনটি পদে অংশ নিয়েছিলেন ১৩ জন প্রার্থী। সিলেট জেলা বিএনপির এবারের কাউন্সিলে সভাপতি প্রার্থী ছিলেন আগের কমিটির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পরে সভাপতি ও টানা দুইবারের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক ছাত্রনেতা কামরুল হাসান চৌধুরী শাহীন, আব্দুল আহাদ খান জামাল, মো. আব্দুল মান্নান, আ ফ ম কামাল ও এমরান আহমদ চৌধুরী।
 

Link copied!