• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসকের মৃত্যু


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ১১:০৮ এএম
সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসকের মৃত্যু

জয়পুরহাটে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মশিউর রহমান (৩৮) নামের এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। 

রোববার (২৭ মার্চ) রাত ৯টার দিকে পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর এলাকায় জয়পুরহাট-হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মশিউর রহমান পাঁচবিবি উপজেলার দক্ষিণ ধরঞ্জি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, পশু চিকিৎসক মশিউর রহমান রামচন্দ্রপুর গ্রামে কয়েকটি গরুর চিকিৎসা শেষে মোটরসাইকেলে করে পাঁচবিবি পৌর শহরে ফিরছিলেন। এ সময় উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মশিউর রহমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Link copied!