হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর চারজন।
বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঘটনা ঘটে।
নিহতরা হলেন বানিয়াচং উপজেলার দাস পাড়া গ্রামের মৃত মহি উদ্দিনের ছেলে ফাহিম (২২) একই উপজেলার নন্দি পাড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে সিয়াম আহমেদ (২৩)।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বানিয়াচং থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ যাওয়ার উদ্দেশে দুইটি মোটরসাইকেলে ৬ বন্ধু রওনা দেন। পথে শায়েস্তাগঞ্জ রেলক্রসিং নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এ সময় অন্য মোটরসাইকেলও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অপূর্ব মহালদার জানান, হাসপাতালের নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছ।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, ঘটনাটি শায়েস্তাগঞ্জ উপজেলার পুরান বাজার রেলক্রসিং এলাকায় রাত ১০টার দিকে ঘটেছে। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার জন্য সদর হাসপাতালে পৌঁছেছে ।