জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের জয়পুরহাট সদর উপজেলার এলজিইডি মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কায় আতিকুর রহমান নামের একজনের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আমিনুর রহমান নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
শনিবার বিকেল ৪ টার দিকে সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া নিহত আতিকুর রহমান উপজেলার বম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দুইটার দিকে সদর উপজেলার বানিয়া পাড়া গ্রামের মাজেদ নামে এক ব্যক্তি বটতলী ব্রিজের উপর মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়ে পরে মোটরসাইকেলযোগে বানিয়া পাড়া গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে আতিকুর ও একই গ্রামের আমিনুর হাসপাতালে খোঁজ খবর নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এলজিইডি মোড় এলাকায় আসলে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে নিহত আমিনুরের মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ সময় তার সঙ্গে থাকা ব্যবসায়ী আমিনুর রহমান গুরুতর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম আলমগীর জাহান বলেন, “মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”