• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০৮:৪৮ এএম
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের দাদশী বাজার ও কামালপুর বাজারে নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার শেখ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত ৯টায় দেলোয়ার শেখ দাবি করেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. রমজান আলির পক্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ এই ভাঙচুর চালান

দে‌লোয়ার শেখ জানান, ছাত্রলী‌গের এরশাদের নেতৃ‌ত্বে আজ সন্ধ‌্যার পর কামালপুর ও দাদশী‌তে তার দুইটি অফিস ভাঙচুর ক‌রা হ‌য়ে‌ছে। ভাঙচু‌রের প্রমাণ না রাখতে ভাঙা চেয়ার নি‌য়ে গে‌ছে। এছাড়া গতকাল তার এক ম‌হিলা কর্মীর হাত ভে‌ঙে দেওয়া হ‌য়ে‌ছে। ভোটের প্রচারেও বাধা দেওয়া হচ্ছে।

দে‌লোয়ার শেখ আরো জানান, এখন যেভা‌বে তার কর্মী সমর্থক‌দের ওপর চাপ দেওয়া হ‌চ্ছে, তা‌তে তি‌নিও নিরাপত্তাহীনতায় ভুগ‌ছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নির‌পেক্ষ কর‌তে আইন শৃঙ্খলা বা‌হিনীর সহ‌যো‌গিতা কামনা ক‌রেন তিনি।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ অভিযোগ অস্বীকার করে জানান, তার বিরু‌দ্ধে মিথ‌্যা অভিযোগ করা হ‌চ্ছে। ভাঙচুর য‌দি হ‌তো, তাহ‌লে তো প্রমাণ থাক‌তো।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইফতেখারুল আলম জানান, খবর পে‌য়ে তারা দ্রুত ঘটনাস্থ‌লে যান এবং কামালপু‌রে গি‌য়ে দেখেন আনার‌সের অফিসের চেয়ারগু‌লো এলোমেলো ছিল। ত‌বে কোন ভাঙচু‌রের আলামত পাওয়া যায়নি। এলাকায় পু‌লি‌শি টহল র‌য়ে‌ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!