• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ১১:২৬ এএম
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীর কলাপাড়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা করেন। 

গ্রেপ্তাররা হলেন মাসুম (২৩), গোপাল চন্দ্র মিস্ত্রী (২২) ও শাকিল (২৫)। গ

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি হাসপাতালে টিকা নিতে গিয়ে মাসুমের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৮ মার্চ বিকেলে ওই ছাত্রীকে কৌশলে বাসা থেকে বের করে ইটবাড়িয়া গ্রামে নিয়ে ধর্ষণ করে মাসুম ও শাকিল। এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করে তারা। রাতে দ্বিতীয় দফায় হাসপাতালে তাকে ধর্ষণ করে মাসুম। ১১ মার্চ দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিয়ের প্রলোভন দেখিয়ে মাসুম, শাকিল ও গোপাল তাকে পাখিমারা এলাকায় নিয়ে যায়। ওই এলাকার বিভিন্ন স্থানে রেখে মাসুম তাকে একাধিকবার ধর্ষণ করেন।  

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ওই শিক্ষার্থীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

Link copied!