• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সোনারগাঁয়ে কারুশিল্প মেলা শুরু ২২ ফেব্রুয়ারি


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ১০:৪৬ এএম
সোনারগাঁয়ে কারুশিল্প মেলা শুরু ২২ ফেব্রুয়ারি

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ২২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।

করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক এবারের লোকজ মেলা নির্দিষ্ট সময়ের প্রায় ৪০ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম জানান, গত ১৫ জানুয়ারি মাসব্যাপী এই লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে মেলার সময় নির্ধারণ করা হয় ২১ জানুয়ারি। কিন্তু দেশে করোনাভাইরাসে সংক্রমণের হার  বৃদ্ধি পেতে থাকলে মেলা স্থগিত করে সরকার। রোববার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সভায় মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও উৎসব করার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২২ ফেব্রুয়ারি থেকে এই মেলা ও উৎসব শুরু হবে।

দেশের প্রত্যন্ত অঞ্চলের বিলুপ্ত প্রায় লোকজ ঐতিহ্যকে পুনরুদ্ধার, সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন এবং পুনরুজ্জীবন দান করাই মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের মূল উদ্দেশ্য। মেলার পাশাপাশি এই লোকজ উৎসবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া ও ভাটিয়ালি গান, জারি-সারি ও হাছন রাজার গান, লালন সংগীত, মাইজভান্ডারী গান, মুর্শিদী গান, আলকাপ গান, গায়ে হলুদের গান, বান্দরবান, বিরিশিরি, কমলগঞ্জের-মণিপুরী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তি-মারফতি গান, ছড়া পাঠের আসর, পুঁথি পাঠ, গ্রামীণ খেলা, লাঠি খেলা, দোক খেলা, লোকজ জীবন প্রদর্শনী, লোকজ গল্প বলা, পিঠা প্রদর্শনী ইত্যাদি হয়ে থাকে।

Link copied!