সিলেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। সিলেটের সকল থানায় ও পুলিশ সুপারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হয়েছে বিশেষ চেয়ার।
থানায় কোনো সেবা নিতে গেলে বীর মুক্তিযোদ্ধারা এই সংরক্ষিত চেয়ারে বসবেন। চেয়ারটি প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে রাখা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য বিশেষ এ উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে।
সোমবার (৩ ডিসেম্বর) সিলেট জেলার ১১টি থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে এই চেয়ারগুলো বসানো হয়েছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান।
এর আগে গত মাসে মুক্তিযোদ্ধাদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জেলার সব থানায় মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা চেয়ার নির্ধারিত রাখার ঘোষণা দিয়েছিলেন। ওই ঘোষণার পর সিলেটের সব থানায় একটি করে চেয়ার বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য পাঠানো শুরু হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান বলেন, সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রতিটি থানায় সংরক্ষিত আসন রাখার ঘোষণা দেন। তার ঘোষণার পরিপ্রেক্ষিতে সিলেটের সব থানায় এই বিশেষ চেয়ার বসানো হয়েছে। এখন থেকে নির্ধারিত এই বিশেষ চেয়ারে মুক্তিযোদ্ধা ছাড়া আর কেউ বসতে পারবেন না। বীর মুক্তিযোদ্ধারা থানায় কোনো সেবা নিতে গেলে তাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হবে।
এ প্রসঙ্গে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের যে সম্মান দেখানো হয়েছে, তাতে আমরা গর্ববোধ করছি।