ময়মনসিংহের ভালুকায় একটি বসত ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে ৩ ভাইবোনের মৃত্যু হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) পৌনে দশটার দিকে উপজেলার সীডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো পোশাক কারখানার কর্মী সুমনের ৫ বছর বয়সী মেয়ে খাদিজা, ৩ বছরের ছেলে রায়হান ও ২ বছরের মেয়ে রাদিয়া।
রাত সাড়ে ৯টার দিকে ঘরে বিস্ফোরণ ঘটে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর অগ্নিদগ্ধ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, সুমন ও তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সন্ধ্যার পর তিন শিশুসন্তানকে বাসায় রেখে বাইরে তালা দিয়ে বের হয়েছিলেন তারা। রাত সাড়ে ৯টার দিকে ঘরে বিস্ফোরণ ঘটে। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এর মধ্যে ৩ শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, রান্না ঘরের চুলার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই এই ঘটনা ঘটেছে।