সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) চলচ্চিত্র সংসদের সভাপতি পদে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী সব্যসাচী নিলয় এবং সাধারণ সম্পাদক পদে মাৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী গোলাম কিবরিয়া সুমন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ৩টায় কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠান শেষে চলচ্চিত্র সংসদের ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
বিদায়ী সভাপতি ইফতেখার আহমেদ ফাগুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংসদের উপদেষ্টা অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ড, অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, অধ্যাপক ড. এমএম মাহবুব আলম, সহকারী অধ্যাপক পার্থ প্রতিম বর্মন, সহকারী অধ্যাপক আমিনুর রশিদ, সহকারী প্রক্টর জাহের আহমেদ প্রমুখ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুবতাসিম আহমেদ আবির, অনিক সিনহা, আরিফুল ইসলাম, গোলাম কিবরিয়া রাব্বানী, জাকি হোসেন, নাতাশা তাসনিয়া শিপ্রা, সৌরভ দেব, যুগ্ম-সম্পাদক শতাব্দী দত্ত শ্রাবণ, ইবনে সিনা সৌরভ, ফরিদুল ইসলাম, হৃদয় গোপ, সিদ্দিকুর রহমান সুজন, কাজী রাকিব উদ্দিন সাব্বির, আল ইমরান তোহা, সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সজীব কুমার, অর্থ সম্পাদক দিপংকর অধিকারী, সহ-অর্থ সম্পাদক রবিউল আওয়াল ভূঁইয়া, প্রদর্শনী ও উৎসব বিষয়ক সম্পাদক মো. জিকরুল আমিন, সহ-প্রদর্শনী ও উৎসব বিষয়ক সম্পাদক সাকলাইন মাহফুজ, দপ্তর সম্পাদক উপায়ন আনাম, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান বাঁধন, আপ্যায়ন ও অলংকরণ বিষয়ক সম্পাদক আফজাল হাসান সৌরভ, চলচ্চিত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসিন আহমেদ, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খান, নির্বাহী সদস্য জেসিয়া সুলতানা, হাবিবা খান, আবির কুমার পাল, মো. মমতাজ হোসেন, মো. মেহেদী ইসলাম, উম্মে হানি সায়মা স্বর্ণা, ইয়ামিন হোসেন, সাফিন মাহমুদ স্বপ্নীল, মোছা. হুমায়রা বিন আক্তার, মোহসেনা আক্তার, শাহির চৌধুরী ও রাকিব আল মাহমুদ।
২০১৬ সালে যাত্রা শুরু করে সিকৃবির চলচ্চিত্র সংসদ। ইতোমধ্যে সিলেট চলচ্চিত্র উৎসব শিরোনামে আন্তর্জাতিক একটি চলচ্চিত্র উৎসবের চারটি আসরের আয়োজন করেছে এই সংসদ।