• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সাভারের ফার্নিচার কারখানার আগুন নিয়ন্ত্রণে


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৮:০৩ পিএম
সাভারের ফার্নিচার কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর অদূরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নাভানা ফার্নিচারের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৬ মার্চ) বিকেলে উপজেলার রাজফুলবাড়িয়া এলাকায় নাভানা ফার্নিচারের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৪টা ১৫ মিনিটে নাভানা ফার্নিচারের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, “আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।”

Link copied!