• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নে ভোট সোমবার


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৩:০৩ পিএম
সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নে ভোট সোমবার

রাত পোহালেই অনুষ্ঠিত হবে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নের ভোট গ্রহণ। ইভিএম মেশিনে অনুষ্ঠিত হবে ভোট।

রোববার (৩০ জানুয়ারি) কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোটগ্রহণ সামগ্রী বিতরণের কার্যক্রম।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ওইসব ইউনিয়ন থেকে রাজনৈতিকভাবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আট, জাতীয় পার্টির পাঁচ, জাকের পার্টির দুই, ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই, জাসদের এক ও স্বতন্ত্র  হিসেবে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া মহিলা সংরক্ষিত পদে ১৪৯ ও সাধারণ সদস্য পদে ৪১০ জন প্রার্থী রয়েছেন।

উপজেলার ৮ ইউনিয়নে ১ লাখ ৭১ হাজার ৫৭২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৮৫ হাজার ৪১ ও নারী ৮৬  হাজার ৫৩১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান জানান, উপজেলার সবকটি ইউনিয়নে আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Link copied!