• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সাতক্ষীরায় করোনা উপসর্গে ২ জনের মৃত্যু


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০৮:৫৭ পিএম
সাতক্ষীরায় করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। করোনা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সামেক হাসপাতাল থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার খানজিয়া মৃত ইছাহাক আলীর ছেলে মোকছেদ আলী ও কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী সখিনা খাতুন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭৯৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮৮ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৮৫ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। যা শনাক্তের হার ৪১ দশমিক ৮ শতাংশ। জেলায় বর্তমানে ৪৭৪ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৪৫৮জন বাড়িতে ও বাকী ১৬ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত জানান, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

Link copied!