স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরায় ভারত সরকারের দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। এদিকে পাবনা পৌরবাসীর কল্যাণে আরও একটি অ্যাম্বুলেন্স দিয়েছে দেশটি। প্রতিনিধিদের পাঠানো খবর-
সাতক্ষীরা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভারত সরকার প্রদত্ত অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। রাজেশ কুমার রায়না বলেন, “বাংলাদেশ ভারতের বন্ধু দেশ।
একই মায়ের দুটি সন্তান। ভারত সব সময় বাংলাদেশের পাশে রয়েছে। তেমনি বাংলাদেশও ভারতের পাশে রয়েছে। আগামীতেও যেকোন অগ্রযাত্রায় ভারত বাংলাদেশের পাশে থাকবে।”
পাবনা
ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে পাবনা পৌরসভাকে দেওয়া হয়েছে জীবন রক্ষাকারী (লাইফ সাপোর্ট) অ্যাম্বুলেন্স। বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে পৌরসভা চত্বরে এই অ্যাম্বলেন্সটি পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধানের হাতে তুলে দেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি।
পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে একুশে পদক প্রাপ্ত দেশবরেণ্য লেখক ও সাংবাদিক ভাষাসৈনিক রণেশ মৈত্র, নাগরিক মঞ্চের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টারসহ সুধীজন উপস্থিত ছিলেন।