বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে যাওয়া ভাইবোনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা বোন আদনিনের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় আদনিনের লাশ উদ্ধার করা হয়। এর প্রায় সাড়ে চার ঘণ্টা পর ভাই আহনাফ আকিবের (২২) লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাঙ্গু নদীতে গোসল করতে নামেন ৮ পর্যটক। তারা নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বেড়াতে গিয়েছিলেন। গোসল করতে নেমে নদীর স্রোতে ভেসে যান তারা। পরে ৭ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ থাকেন আদনিন ও তার ভাই আকিব। এদিকে উদ্ধার ছয় জনের মধ্যে মারিয়া ইসলাম (১৯) নামের একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মান্নান জানান, নিখোঁজ দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনি প্রক্রিয়ায় তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।