• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সড়কে প্রাণ গেল এসআইয়ের


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ১২:৫২ পিএম
সড়কে প্রাণ গেল এসআইয়ের

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সফিউল্লাহ জুয়েল (৪৫) নিহত হয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিউল্লাহ জুয়েল আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন সফিউল্লাহ জুয়েল।

স্থানীয়রা জানান, মহাসড়কের পুরিন্দা এলাকায় ঘন কুয়াশায় প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট কারে থাকা পুলিশ পরিদর্শক গুরুতর আহত হন। পরে তাকে রূপগঞ্জের ইউএস-বাংলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অদুদ মাহমুদ জানান, নিহত জুয়েলের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন।

Link copied!