• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শ্বশুরবাড়িতে জামাইকে গুলি করে হত্যা


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ১২:১৭ পিএম
শ্বশুরবাড়িতে জামাইকে গুলি করে হত্যা

বান্দরবানে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে মংক্যচিং মার্মা (৩৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার (৩ জানুয়ারি) রাত ১টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের অংহ্লা পাড়ায় আথুইমং মার্মার বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত মংক্যচিং রাঙামাটি জেলার রাজস্থলীর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মংক্যচিং মার্মা রাঙামাটি থেকে সোমবার সন্ধ্যায় দিকে রূপসী ইউনিয়ের অংহ্লা পাড়ায় তার শ্বশুর আথুইমং বাড়িতে বেড়াতে যান। রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রাত ১টার দিকে ৫-৬ জনের অস্ত্রধারী সন্ত্রাসী ঘরে ঢুকে তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয় ইউপি মেম্বার সীতারঞ্জন বড়ুয়া বলেন, “ঘটনাটি জানতে পেরে ইউপি চেয়ারম্যান ও লামা থানাকে অবহিত করি। কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে আমরা জানি না।”

হত্যার ঘটনাটি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, “কে বা কারা মংক্যচিংকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!