কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে আবু বকর সিদ্দিক নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (৩ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে আবু বকর সিদ্দিককে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম শাহিদা বেগম (৪০)।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু সায়াদাত বজলুর রহমান জানান, প্রায় ২৪ বছর আগে শাহিদার সঙ্গে একই গ্রামের আবু বকর সিদ্দিকের বিয়ে হয়। কয়েক মাস ধরে তাদের মধ্যে কলহ চলছিল। এর জেরে শাহিদা ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। সোমবার রাতে আবু বকর সিদ্দিকও শ্বশুরবাড়িতে আসেন। রাতে খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে রাত তিনটার দিকে হঠাৎ আবু বকর ধারালো অস্ত্র দিয়ে শাহিদাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে আবু বকর সিদ্দিককে পাশের এলাকা থেকে সকালে আটক করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।