সমালোচনার মুখে সরকারি টিকা নিতে জেলা সদরে যাতায়াত ও নাস্তা খরচের নামে শিক্ষার্থীদের কাছ থেকে তোলা টাকা ফেরত দিলেন মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান।
শনিবার (১১ ডিসেম্বর ) মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৪৫ জন শিক্ষার্থীকে জেলা সদরে নিয়ে করোনার টিকা দেওয়া হয়। টিকা দেওয়াকে পুঁজি করে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে পরিবহণ ও নাস্তা খরচের জন্য ২০০ টাকা করে প্রায় দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে এবং শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এতে সমালোচনার মুখে শনিবার বিকেলে মাইকিং করে টাকা ফেরত দেয়ার ঘোষণা দেয় স্কুল কর্তৃপক্ষ।
রোববার (১২ ডিসেম্বর) শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিতে শুরু করেন এ প্রধান শিক্ষক।
সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে পরিবহন ও নাস্তার খরচের জন্য যে টাকা নেওয়া হয়েছিল সে টাকা ফেরত দেয়া হচ্ছে।”
এ ব্যাপারে সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিরাজ-উদ-দৌল্লা বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উত্তোলনের বিষয়টি আমি শুনে তাৎক্ষণিক টাকা ফেরত দিতে বলি। আমার জানা মতে, ওই টাকা ফেরত দেওয়া শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ।”