• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ অভিভাবকের বিরুদ্ধে


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২২, ১১:৪০ এএম
শিক্ষার্থীকে মারধরের অভিযোগ অভিভাবকের  বিরুদ্ধে

নওগাঁর মান্দা শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠছে সাহাদ হোসেন নামের এক একজন অভিভাবক বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে গণেশপুর ইউনিয়নের ৩৩ নম্বর শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সামিউল ইসলাম স্বাধীন। সে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

জানা যায়, সাহাদ হোসেন নামেও ওই ব্যক্তি স্বাধীনকে স্কুল গেট থেকে ৩০০ গজ টেনেহেঁচড়ে নিয়ে মারধর করেন। স্থানীয় লোকজন ঘটনাটি শিক্ষার্থীর অভিভাবকে মোবাইল ফোনে জানান। অভিভাবক এসে  উদ্ধার করে পরে সন্ধ্যায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করান।

শিক্ষার্থীর অভিভাবক জাহাঙ্গীর হোসেন বলেন, “এর আগেও তিনি ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মারধর করেন।”

আহত পঞ্চম শ্রেণির ছাত্র সামিউল ইসলাম স্বাধীন জানায়, “স্কুল গেটের সামনের দোকান থেকে খাবারের জিনিস নেওয়ার সময় চতুর্থ শ্রেণির ছাত্র হাসিব হোসেনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এতে হাসিব হোসেনের বাবা সাহাদ হোসেন এসে আমাকে টেনেহিঁচড়ে মারধর করেন।”

অভিযুক্ত সাহাদ হোসেন সঙ্গে কথা হলে, তিনি এসব বিষয় এড়িয়ে যান।

মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!