• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

লাখো মোমবাতি প্রজ্জ্বলন করে ভাষাশহীদদের স্মরণ


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২, ০৯:০৭ পিএম
লাখো মোমবাতি প্রজ্জ্বলন করে ভাষাশহীদদের স্মরণ

প্রতি বছরের ন্যায় এবারও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে ভাষাশহীদদের স্মরণে প্রজ্জ্বলন করা হল লাখো মঙ্গল প্রদীপ ও মোমবাতি। এবারের প্রতিপাদ্য ছিল ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’।

সোমবার (২১শে ফেব্রুয়ারী) সন্ধ্যায় ‘নড়াইল একুশের আলো’র আয়োজনে ভাষা শহীদদের স্মরণে এ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ৬টা ৩ মিনিটে ২১শে’র সন্ধ্যায় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান মোমবাতি জ্বালিয়ে লাখ মঙ্গল প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করেন।

শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বাংলা বর্ণমালা, আল্পনাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হবে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। সেইসঙ্গে ভাষা দিবসের ৭১তম বার্ষিকী উপলক্ষে ৭১টি ফানুস উড়ানো হয়।

সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা ‘আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এই গান পরিবেশনের সঙ্গে সঙ্গে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয়।

নড়াইলের লাখো মোমবাতির এই আয়োজন দেখতে ঢাকা, যশোর, মাগুরাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলো।

নড়াইল একুশের আলো উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু বলেন, “২৫ বছর ধরে আমরা এখানে ভাষা শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করছি। লাখো মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে আমরা কুসংস্কার, ধর্মীয় গোড়ামী সহ অন্ধকার থেকে মুক্ত হতে চাই।”

এছাড়া আয়োজকরা জানান, নড়াইল একুশ উদযাপন পর্ষদের আয়োজনে ভাষা শহীদদের স্মরণে ১৯৯৭ সালে নড়াইলে এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়। প্রথমবার ১০ হাজার মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হলেও প্রতিবছর এর ব্যপ্তি বেড়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা, নড়াইল একুশের আলোর সহ-সভাপতি অ্যাড. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির, সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার পিতা গোলাম মোর্তজা স্বপনসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Link copied!