‘পড়িলে বই আলোকিত’ স্লোগানকে সামনে রেখে নদীবিষয়ক পত্রিকা রিভার বাংলা’র উদ্যোগে ‘বই উপহার নামক অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানায় অবস্থিত জেলা পাবলিক লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে রিভার বাংলার সমন্বয়ক ফয়সাল আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে কার্যক্রমের শুরু হয়।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মু আ লতিফ এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ নুরুন্নবী বাদল।
বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আব্দুর রহমান রুমি, জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমিন, শিক্ষক স্বপন কুমার বর্মন, বীর মুক্তিযোদ্ধা মো. নিজামুদ্দিন, কলামিস্ট গাজী মজিবুর রহমান, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, রিভার বাংলা’র প্রকাশক তানভীর আহমেদ তুষার প্রমুখ। বক্তারা বলেন, “সুস্থ জাতি গঠনে বইয়ের বিকল্প নেই।”
রিভার বাংলা জেলার ১১টি প্রতিষ্ঠানকে বই উপহার অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ শতাধিক বই দিয়েছে।
বই উপহার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো : জেলা পাবলিক লাইব্রেরি আব্দুল খালেক স্মৃতি পাঠাগার, শেখ নুরুন্নবী বাদল পাঠাগার, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার, কবি আইয়ুব বিন হায়দার পাঠাগার, জ্ঞানতীর্থ পাঠাগার, বাদশা ভূঁইয়া স্মৃতি পাঠাগার, জিয়াউল হক বাতেন পাঠাগার, কবি নূরে মালেক স্মৃতি গ্রন্থাগার এবং সুলতানপুর নুরুল উলুম দাখিল মাদ্রাসা পাঠাগার।