• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ৪ মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ১২:৩৩ পিএম
রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ৪ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত নাটোরের একজন এবং করোনা উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার একজন করে মারা গেছেন।

শামীম ইয়াজদানী আরও জানান, মৃত চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। যাদের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। 

এদিকে হাসপাতালের করোনা ইউনিটে থাকা ১০৪ শয্যার বিপরীতে ৬৩ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনা পজিটিভ রোগী ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা নেগেটিভ রোগী রয়েছেন ৪ জন। মোট ৬৩ জন রোগীর মধ্যে রাজশাহী জেলার ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের আটজন, নওগাঁর তিনজন, নাটোরের দুজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার তিনজন, ঝিনাইদহের একজন, মেহেরপুরের দুজন, বগুড়ার একজন ও গাইবান্ধার একজন রোগী ভর্তি রয়েছেন।

এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। বর্তমানে জেলায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ২৬ শতাংশে।

Link copied!