রাঙামাটির রাজস্থলী পাইন্দং পাড়ায় জেএসএস ও এমএনপির সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে রাজস্থলীর বালুমুরা পাড়ার পার্শ্ববর্তী কেচি পাড়াতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গোলাগুলির ঘটনায় নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম অং থোয়াই মার্মা (৪৫)। তিনি জামছড়ির থাংকুই পাড়ার থুই খই মিঙ মার্মার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মগ লিবারেশন আর্মির সদস্যদের টহল লক্ষ্য করে পাহাড়ের চূড়ায় অবস্থান নেওয়া অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ঘটনা স্থলেই মগপার্টির তিন সদস্য নিহত ও দুইজন সদস্য আহত হন। পরে উভয় পক্ষ বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।