• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘রবি বা সোমবার থেকে বুস্টার ডোজ’


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ০৮:২৩ পিএম
‘রবি বা সোমবার থেকে বুস্টার ডোজ’

আগামী রবি বা সোমবার থেকে বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। 

জাহিদ মালেক বলেন, “ষাটোর্ধ্ব বয়সীদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রবি বা সোমবার সারা দেশে একযোগে এই কার্যক্রম শুরু হবে।”

দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চলতি শীত মৌসুমে করোনার আর কোনো ঢেউ যাতে আঘাত করতে না পারে, সে বিষয়ে এখনই সতর্ক হতে হবে।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যারা ষাটোর্দ্ধ এবং যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, ডাক্তার-নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং যাদের বিভিন্ন সময় দৌড়াদৌড়ি করতে হয়, এই ধরনের ব্যক্তিদের আমরা বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহে বুস্টার ডোজের ট্রায়াল করা হবে। আগামী রোববার বা সোমবার বুস্টারের ট্রায়াল শুরু করতে পারব।”

Link copied!