সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে ফরিদ উদ্দিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বড়খেওড় গ্রামে এফআইবিডিবি'র প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ উদ্দিন স্থানীয় খাসাড়ীপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে বেল জানা গেছে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদ উদ্দিন মোটরসাইকেলযোগে তার ভায়রা শাহীন আহমেদকে নিয়ে স্থানীয় মমতাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়খেওড় গ্রামে এফআইবিডিবি'র স্কুলের সামনে আসা মাত্র কয়েকজন দুর্বৃত্ত ফরিদের গতিরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে প্রচুর রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মারা যান ফরিদ। এ সময় দুর্বৃত্তদের হামলায় তার সঙ্গে থাকা শাহীন আহমেদও গুরুতর আহত হন।
নিহতের স্বজনরা জানান, এনাম খান নামের এক ব্যক্তি ফেসবুকের মাধ্যমে ফরিদ উদ্দিনকে দেখে নেবে বলে হুমকি দিয়েছিলেন। ফরিদ তার ফেসবুক আইডি থেকে এ বিষয়ে পোস্টও দিয়েছিলেন। এর জের ধরেই এ হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। পরে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করে তাদের আটক করতে অভিযান চলছে।