• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মৎস্যঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০২:০০ পিএম
মৎস্যঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের একটি চিংড়িঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম গোলাম রসুল সরদার ওরফে ডাবলু (২৭)। তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের কোহিনুর সরদারের ছেলে।

নিহতের ভাই বাবলু সরদার জানান, বুধবার রাতে শ্রীউলা মাঝেরপাড়া জামে মসজিদের মাঠে মাহফিল শুনতে যায় ডাবলু। রাতে আর তিনি আর বাড়ি ফেরেনি। সকালে স্থানীয়রা জনৈক রাশেদের মৎস্যঘেরে ডাবলুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ডাবলুর দুচোখ, কপাল গলা, বাঁ পায়ের হাঁটুর নিচে ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। 

ধারণা করা হচ্ছে, তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। তবে, স্থানীয়রা জানান, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে অথবা মাছ চোর সন্দেহে তাকে হত্যা করা হতে পারে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবীর জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Link copied!