পাবনার সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়া যুবককে চাপা দেয় বাস। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে দুর্ঘটনা এ ঘটনা ঘটে।
মালিগাছা ইউপি চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী জানান, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়াতে সদর উপজেলার গাছপাড়া গ্রামের মধু খার ছেলে আরজু খাঁ (২৮) নিহত হন। তিনি মোটরসাইকেল নিয়ে পাবনা দিকে যাওয়ার সময়ে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। আরজু মোটরসাইকেল থেকে সিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার সান্যাল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় ড্রাম ট্রাকটি আটক করা হলেও বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।