• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎবাবা আটক


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ০১:১৯ পিএম
মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎবাবা আটক

চট্টগ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার সৎবাবাকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) হাটহাজারি থানার মীরেরখিল এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

র‌্যাব-৭-এর হাটহাজারী ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, র‌্যাব কার্যালয়ে এক নারী অভিযোগ করেন, তার স্বামী তাকে বাসা থেকে বের করে দিয়ে মেয়েকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরে ঢুকে মেয়েটিকে উদ্ধার করে।

মো. মাহফুজুর রহমান আরো জানান, অভিযোগ পাওয়ার পর ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি ওই নারীর দ্বিতীয় স্বামী। মেয়েটি তার বাবার সঙ্গে থাকলেও স্কুল বন্ধ থাকায় হাটহাজারীতে মা ও সৎবাবার কাছে বেড়াতে এসেছিল।

Link copied!