মেহেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সার্কিট হাউজ প্রাঙ্গণে ৫০ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৬টায় শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে জেলা প্রশাসক মনসুর আলম খান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ সুপার রাফিউল আলম পুষ্পস্তবক অর্পণ করেন।
এর পর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংম্বর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া বিজয় শোভাযাত্রা, সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ, ফানুস উড্ডয়ন ও আতশবাজি প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।