নীলফামারীতে মুরগির খামারে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে একটি চিতা বাঘের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) ভোরে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের দলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দলপাড়া গ্রামের অলিয়ার রহমানের খামারে প্রায়ই কোনো না কোনো প্রাণী ঢুকে খামারের মুরগি খেয়ে ফেলে। এ কারণে তিনি খামারের পেছনে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। শুক্রবার ভোররাতে খামারের ফাঁদে জড়িয়ে চিতা বাঘটির মৃত্যু হয়।
জেলা বন বিভাগের কর্মকর্তা মোনায়েম খান বলেন, “এটি একটি লেপার্ড। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসবেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, এটি বন বিভাগের বিষয়। তারা কী পদক্ষেপ নেবেন, তা জানালে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।