ফেনীতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২ মার্চ) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার, জোসনা আরা জুসি, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু তাহের, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. নুরুল আফছার প্রমুখ।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। তার নেতৃত্বে লাল-সবুজের পতাকা, ভূখণ্ড ও বাঙালির স্বাধিকার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। বর্তমান ছাত্র ও যুবসমাজ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত আগামীদিনে বাংলাদেশকে এগিয়ে নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।