• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

‘মামলা জট নিরসনে আধুনিক হচ্ছে বিচার বিভাগ’


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ১১:০৩ এএম
‘মামলা জট নিরসনে আধুনিক হচ্ছে বিচার বিভাগ’

হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেছেন, “বিচার বিভাগকে আধুনিকায়নের মাধ্যমে মামলা জট নিরসন করা হবে। সকল বিচারপ্রার্থী যেন দ্রুত বিচার পায়, সে ব্যবস্থা করা হবে। অল্প সময়ের মধ্যে মামলার বিচারকাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। এ জন্য যেসব আদালতে বিচারক সংকট রয়েছে, সেসব আদালতে কয়েকটি পদে বিচারক নিয়োগ দেওয়া হবে।”

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় চুয়াডাঙ্গার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। এর আগে সেখানে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সাথে মতবিনিময় সভা করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

চুয়াডাঙ্গায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য আলাদা ভবন নির্মাণের ব্যাপারে বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, “বিচারব্যবস্থাকে আরও বেগবান করতে চুয়াডাঙ্গা আলাদাভাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন নির্মাণ করা হবে। এ জন্য জায়গা নির্ধারণ হয়েছে। বরাদ্দও পাওয়া গেছে। অচিরেই কাজ শুরু হবে।”

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ জিয়া হায়দার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। বিচার বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা এতে অংশ নেন। 

Link copied!