• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

মানবপাচার মামলায় গ্রেপ্তার ৪


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৮:৩৫ পিএম
মানবপাচার মামলায় গ্রেপ্তার ৪

ফরিদপুরে মানবপাচার মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুপুরে একটি এজাহার দায়ের করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন নগরকান্দা উপজেলার বড় কাজুলী গ্রামের আ. রউফ মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৪৪), জেলা শহরের গোয়ালচামট এলাকার চিত্তরঞ্জন সাহার ছেলে অপু কুমার সাহা (৩৩) ও শহরের চরকমলাপুর এলাকার আ. গফুরের ছেলে সেতু আহম্মেদ (৪৫) এবং একই জেলার বোয়ালমারী উপজেলার বেড়াদী গ্রামের আরমান মোল্যার ছেলে ওয়ায়দুর রহমান (৪৩)।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার বলেন, ডিবি পুলিশ সোমবার দিনগত রাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের আজ বিকালে ফরিদপুরের কোর্টে পাঠানো হয়েছে।

Link copied!